• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

র্দীঘ প্রতক্ষিার পর স্বপ্নরে পদ্মা সতেুকে ঘরিে কোটি মানুষরে পথচলা শুরু হল।

দীর্ঘ প্রতিক্ষার পর স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে কোটি মানুষের পথচলা শুরু হল। এটি শুধু একটি সেতু নয়, কোটি বাঙালির স্বপ্ন, আমাদের অহংকার, আমাদের শক্তি। পদ্মা সেতু সক্ষমতার প্রতীক। অদম্য সাহস, নিষ্ঠা ও একাত্মতা থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। পদ্মা সেতু তারই উদাহরণ। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনন্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আনন্দ র‌্যালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *