• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহা চুরির অভিযোগে আটক ৪

ঈশ্বরদী প্রতনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজে ব্যবহৃত লোহা ও যন্ত্রাংশ চুরির অভিযোগে চার যুবককে আটক করেছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় র্কতব্যরত সেনা সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও চর রূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।

পুলিশ জানায়, লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন যুবক নদীপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করনে। তারা লোহা চুরির সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চার যুবককে আটক কর। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে শুক্রবার তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ রায়হান পারভেজ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও এই যুবকরা চুরির ঘটনায় যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *