• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বার্তা সংস্থা পিপ (ঢাকা) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বুধবার
দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল
এম শাহীন ইকবাল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বার্তা সংস্থা পিপ‘কে জানান,
সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা
ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি
নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ
ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নৌবাহিনী বর্তমানে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করেন
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার
নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত
করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপ্রধান নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী নৌবাহিনী
প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর মেধা ও প্রজ্ঞা নৌবাহিনীর উন্নয়নে
ইতিবাচক অবদান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল
এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ
সময় উপস্থিত ছিলেন।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে জেলা প্রশাসক
বিশ্বাস রাসেল হোসেনকে বিদায় সংবর্ধণা প্রদান
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি
(পিসিসিআই) এর উদ্যোগে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে
বণার্ঢ্য বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, জীবনের শেষদিন
পর্যন্ত পাবনাবাসীর ভালবাসা মনে থাকবে। ব্যবসায়ীরা সব সব জেলা প্রশাসনকে
সহায়তা করেছে। দ্রব্যমুল্যে নিয়ন্ত্রনে সরকার ও চেম্বার অভুতপুর্ব ভুমিকা
রেখেছে।
গতকাল বুধবার (১৯ জুলাই) দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে বদলীজনিত বিদায়
উপলক্ষে পাবনা চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায়
তিনি বলেন, ‘ইছামতি নদী খনন ও দখলমুক্ত করতে সবসময় আন্তরিকভাবে চেষ্টা

করেছি। কাজ এখনও চলমান। বড় বাজেট এসেছে। আশা করি ইছামতি চালু হবে।
কাজিরহাটে সেতু অথবা টানেল নির্মানের প্রস্তাবনা দেয়া হয়েছে। মেডিকেল
কলেজ আছে, হাসপাতাল নেই। এ বিষয়টিও উর্ধতন কর্তৃপক্ষে জানিয়েছি।
চেষ্টা করেছি পাবনাবাসীর জন্য কিছু করার। যেখানেই থাকি পাবনাবাসীকে মনে
থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ।’
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন
চৌধুরীর সভাপতিত্বে এবং চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চলনায়
অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পাবনা
চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, উত্তরবঙ্গ ট্রাক,
ট্র্যাঙ্কলড়ি, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক,
পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসলাম আলী, পাবনআলহাজ
সুপার মার্কেটের সভাপতি মো. আলমগীর হোসেন, রবিউল মার্কেট ব্যবসায়ী
সমিতির সাধারণ সম্পাদক শাকিল খান, সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সাধারণ
সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অণুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে
তেলওয়াত করেন হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান।
পাবনা চেম্বারের পরিচালকবৃন্দ যথাক্রমে মো. জাহাঙ্গীর হেসেন, রুহুল আমিন
বিশ্বাস রানা, উত্তম কুমার কুন্ডু, মো. মাসুদুর রহমান মিন্টু, আলহাজ ফরিদুল
ইসলাম, সাজ্জাদ প্রামানিক বাচ্চু, মোহাম্মদ আলী, আবুল হোসাইন খান রিপন,
মো, আশরাফুজামান মিঠু ও মোহাম্মদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-
পরিচালক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মাহফুজা সুলতানা, ম্যাজিষ্ট্রেটবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পাবনা চেম্বারের পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন
চৌধুরী ও সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশ্বাস রাসেল হোসেন কব্যবসায়ীদের
উদ্দেশ্যে বলেন, ‘আজ যে সম্মান আপনারা আমাকে দিলেন তা সারাজীবন মনে
থাকবে। এই প্রাপ্তিটা আজীবন হৃদয়ে গেঁথে থাকবে। আমার ২ বছর ১ মাস কাজ
করার সুযোগ হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাবনা সদর আসনের সংসদ সদস্য
গোলাম ফারুক প্রিন্স এমপির ব্যাক্তিগত সহকারী ভিপি মাসুদ ও
তার স্ত্রীর বিরুদ্ধে পাবনায় দুদকের পৃথক দুটি মামলা

বার্তা সংস্থা পিপ (পাবনা) : প্রায় এক কোটি সাতান্ন লাখ টাকার অবৈধ
সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পাবনা সদর আসনের সংসদ সদস্য
গোলাম ফারুক প্রিন্স এমপির ব্যাক্তিগত সহকারী শেখ রাসেল আলী মাসুদ ওরফে
ভিপি মাসুদ (৪৮) ও তার স্ত্রী সুজানগর উপজেলার কমিউনিটি হেলথ প্রোভাইডার

নাছরীন আক্তার (৩৭) এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-
পরিচালক মো: খায়রুল হক নিজে বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। (মামলা নং ৮ ও
৯। তারিখ ১৯-০৭-২০২৩)।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদী
খায়রুল হক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা পিপ‘কে বলেন,
আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত
শেষে চার্জশীট দাখিল করা হবে।
দুদক ও এজাহার সুত্রে জানা গেছে, পাবনা শহরের ১৮০ পিএন রোড রামচন্দ্রপুর
এলাকার আব্দুল করিমের ছেলে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ (৪৮)।
তিনি দীর্ঘদিন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের
ব্যাক্তিগত সহকারীরর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০২৩ সালের ৪ এপ্রিল থেকে
একই বছরের ৯ মে পর্যন্ত প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে
অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেন। এ সব নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে
কেন্দ্রিয় নির্দেশে দুদক অনুসন্ধানে নামে। পরে দুদক এ সব অভিযোগের
প্রাথমিক সত্যতা পায়। ফলে ২০২৩ সালের ২৩ মার্চ ভিপি মাসুদ ও তার স্ত্রীর স্ত্রীর
সম্পদের বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে সম্পদ
বিবরনী দাখিল না করায় দুদকের আইন লংঘিত হয়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে
নামে দুদক।
অনুসন্ধানে দুদক শেখ রাসেল আলী মাসুদের ২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪
টাকার সম্পদের তথ্য প্রমাণ মেলে। এর মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ মেলে ২ কোটি ১০
লাখ ৭২ হাজার ৮৭৮ টাকা এবং তিনি ২৮ লক্ষ ২৩ হাজার ৮০৬ টাকা তিনি
পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন। সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৯৭৯
টাকা তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের কাছে প্রতিয়মান হয়।
ফলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা
হয়।
এদিকে একই সময়ে ২৭ লক্ষ ২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের
অভিযোগে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের স্ত্রী সুজানগর উপজেলার
কমিউনিটি হেলথ প্রোভাইডার নাছরীন আক্তারের বিরুদ্ধে একই ধারায় মামলা করে
দুদক।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদী
খায়রুল হক বার্তা সংস্থা পিপ‘কে বলেন, আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে
মামলার চার্জশীট প্রদান করা হবে।
এ ব্যাপারে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপির
ব্যাক্তিগত সহকারী পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ শেখ
রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার
বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় দাবী করে বার্তা সংস্থা পিপ‘কে বলেন,
দলের কিছু লোক একের পর এক দরখাস্ত ও ষড়যন্ত্র করে তাকে ফাসিয়ে দিয়েছে। তা
ছাড়া তারা স্বামী স্ত্রী দু‘জনেই অনেক টাকা রোজগার করেন। তিনি এই মামলা
থেকে তাদের রেহাই দেওয়ার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *