• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রাজশাহীতে টিএমএসএসের ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল খালেক পিভিএম ॥ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৩ রাজশাহী ডোমেইন কর্তৃক আয়োজিত রাজশাহী ডোমেইনের অধীন ৫টি জোনের জোনাল ম্যানেজার ও ১৭টি অঞ্চলের অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ত্রৈমাসিক কার্যঅগ্রগতি,২০২২-২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ ও বার্ষিক বাজেট পর্যালোচনা বিষয়ক কর্মশালা ৯-৬-২২ তারিখ রাজশাহীস্থ পর্যটোন মোটেলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন ৩ রাজশাহী ডোমেইনের ডোমেইন প্রধান এস এম বাবুল আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের আইবিএ বিভাগের প্রফেসর ড.হাসনাত আলী, টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান,সহকারী সেক্টর প্রধান পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান ও পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া।
প্রধান অতিথি মোঃ খায়রুল ইসলাম কর্মকর্তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রফেসর ড.হাসনাত আলী (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর) কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিয়ে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।
সারাদিন ব্যাপি কর্মশালায় মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২-২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন বিশেষ অতিথি সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কর্মশালায় অপারেশন ৩ রাজশাহী ডোমেইন অধীন ৫ টি জোনের জোন প্রধানগন যথাক্রমে সারদা মোঃ আনোয়ার হোসেন, রাজশাহী মোঃ শহিদুল হাসান,চাপাই মোঃ রুহুল আমিন,নজিপুর মোঃ মাসুদ জাহেদী ও নওগাঁ মোঃ হান জালাল সহ ১৭টি এরিয়ার,এরিয়া প্রধানগন এ কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় সংস্থার কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচিতে ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *