• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

মিথ্যে  প্রলোভনে ধর্ষনের শিকার তরুণী, বিবাহ না করায় ছেলের বাড়িতে অবস্থান। র‌্যাব কর্তৃক ধর্ষক আটক।

২৪ ঘন্টা ব্যাপী অভিযানে পাবনা র‍্যাবের হাতে চাঞ্চল্যকর ধর্ষন মামলার একমাত্র আসামী সেলিম গ্রেফতার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় মিডিয়ায় প্রকাশিত, চাঞ্চল্যকর ধর্ষন মামলার একমাত্র এজাহার নামীয় আসামী  সেলিম রেজাকে (২৯) গ্রেফতার করে পাবনা র‍্যাব। আসামী  মোঃ সেলিম রেজা (২৯) পাবনা জেলার ঈশ্বরদী থানার মুসুড়িয়াপাড়া  এলাকার মো: আব্দুল গফুরের ছেলে। প্রতারক সেলিম রেজা  বিভিন্ন সময় একাধিক  নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মেয়েদের টার্গেট করে যোগাযোগ স্হাপন করত। পরবর্তীতে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী মেয়েদের সাথে হোটেল,রেস্টুরেন্টে দেখা করে তাদের সাথে ক্লোজ ছবি এবং ভিডিও নিজ মোবাইলে ধারন করে সংরক্ষন করত। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার কথা বলে ভোক্তভোগীদেরকে তাদের  ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন আবাসিক হোটেলে ডেকে নিয়ে গিয়ে  শারীরিক সম্পর্ক স্হাপন করত এবং টাকা দাবী করত।  লোকলজ্জা, সম্ভ্রমের ভয়ে ভুক্তভোগী মেয়েরা বিভিন্ন সময় সেলিমের দাবী পূরন করতে বাধ্য হত।

এরই ধারাবাহিকতায়   আজ থেকে অনুমান ১ বছর পূর্বে ঢাকার এক  বিবাহিত মেয়ের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শুরু হয় সেলিমের প্রতারনা এবং ব্ল্যাকমেইলিং। একপর্যায়ে ভুক্তভোগী মেয়েকে নিয়ে  আলাদা বাসা ভাড়া করে সেলিম এবং ১ বছর যাবৎ  নিয়মিত ঐ বাসায়  বিবাহ বহির্ভূত  শারীরিক সম্পর্ক স্থাপন করে । গোপনে সেই অন্তরঙ্গ মুহূর্তগুলোর  ভিডিও নিজ মোবাইলে সংরক্ষন করে রাখে। একসময় ভূক্তভোগী মেয়ে বিবাহের জন্য চাপ প্রয়োগ এবং পুলিশে জানাবে বললে  সেলিম ঐ বাসা থেকে পালিয়ে যায় এবং মেয়ের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।  পরবর্তীতে ভূক্তভোগী মেয়ে সেলিমের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুসুড়িয়াপাড়ায় বাসায় এসে অবস্থান করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেলিমের পরিবার থেকে কোনরূপ সমাধান  না পেয়ে পরবর্তীতে ভূক্তভোগী তার নিজ থানায় ধর্ষন মামলা করে।

উক্ত ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করায় এবং থানায় মামলা হওয়ায় ধর্ষক, প্রতারক  সেলিম রেজাকে গ্রেফতারে অভিযানে নামে পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দলটি  ২৪ ঘন্টা ব্যাপী দীর্ঘ অভিযান পরিচালনা করে পাবনা শহরের হামিদ উদ্দিন রোডের “মর্ডান ডায়াগনস্টিক সেন্টার”নামক প্রতিষ্ঠানের সামনে থেকে  অদ্য ২৭-০৩-২৪ খ্রিঃ, সময়:-১২৫০ ঘটিকায় ধর্ষক সেলিম রেজাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উক্ত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *