ডেস্ক নিউজ ॥ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান
দুই পক্ষ মিলে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার গণভবনে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। কুশল বিনিময়ের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বাংলাদেশ সফরে আসায় মালয়েশিয়ার মন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতার পরপর মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার বিষয়টি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর পর থেকে দুই দেশের সম্পর্ক একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।’ ২০২১ সালের ডিসেম্বরে শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নে চলমান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সন্তুষ্টি প্রকাশ করেন ঢাকা সফরে আসা মালয়েশিয়ার মন্ত্রী। অভিবাসী (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)শ্রমিকদের জন্য দেশটি ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। তাই শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে দেড় হাজার রিঙ্গিত করা হয়েছে বলেও জানান এম সারভানান।
আগামী পাঁচ বছরে বাংলাদেশ ৫ লাখ কর্মী পাঠিয়ে ৪৫ বিলিয়ন ডলার আয় করার সুযোগ আছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। প্রধানমন্ত্রীকে অবহিত করতে তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সমস্ত কর্মসংস্থান প্রক্রিয়া ডিজিটালাইজড করেছে মালয়েশিয়া। চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করেন তারা।
রিক্রুটিং এজেন্সিকে মাঝখানে না রেখে কর্মীরা সরাসরি যাতে তাদের বেতন ডিজিটালি পাঠাতে পারে সেই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা বাস্তবায়ন দেরি হওয়ার কারণে মানব পাচারের আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সারভানন।
টিকা ও অন্যান্য আনুষ্ঠানিকতাসহ প্রয়োজনীয় সব প্রটোকল মেনে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যাপারে দেশটির সরকারকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আশা করেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ, নিয়মিত, কম খরচে এবং সুশৃঙ্খলভাবে কর্মসংস্থান নিশ্চিত করার উপায় তৈরি করতে সক্ষম হবে দুই দেশ।
বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি নিরাপত্তাকর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নেয়া সিদ্ধান্তের প্রশংসা করেন শেখ হাসিনা।
মালয়েশিয়ার মন্ত্রী জানান, তারা এখন সব কর্মসংস্থান প্রক্রিয়া ডিজিটাইজ করেছেন, যাতে প্রতিটি পদক্ষেপে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষা হয়।
মালয়েশিয়া শুধু চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করে উল্লেখ করে তিনি বলেন, তারা নিয়োগকারী সংস্থাকে মাঝখানে না রেখেই নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মীদের বেতন কার্ড অ্যাকাউন্টে সরাসরি ই-পেমেন্ট ইনস্টল করেছেন।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় তিনি মানব পাচারের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।