আনোয়ার হোসেন ॥ পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের জন্ম নিবন্ধনের কাজ এখন সহজেই খুব তারাতারি হয়ে যাচ্ছে উক্ত চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলীর সহযোগিতায়। চেয়ারম্যান সাহেব নিজ হাতেই সব তদারকি করছেন। আগে যেখানে এই কাজ করতে টাকা দিয়ে ও হয়রানী হতে হতো, সেখানে কেবল মাত্র সরকারি ফি দিয়ে গ্রহীতারা সহজেই সেবা পেয়ে যাচ্ছেন। চেয়ারম্যান মুন্তাজ আলী আরও বলেন যে, জন্ম নিবন্ধন ও টিকার কার্ড নিয়ে গেলে খুব অল্প সময়ের মদ্ধে সম্পন্ন করা হচ্ছে এবং এ ব্যাপারে যদি কেও কোন টাকা পয়সা চায় বা নিয়ে থাকে তবে টা আমাকে বলবেন, আমি টাকা ফেরত দিয়ে দিব।