আনোয়ার – পাবনা সদরের মালিগাছায় পুলিশ ও সাপ আতংক বিরাজ করছে । গত কয়েক দিনে মালিগাছা ইউনিয়ন , দাপুনিয়া ইউনিয়ন , আটমাইল সহ বিভিন্ন এলাকায় পুলিশ আসামি ধরার জন্য বাড়ি বাড়ি অভিজান চালালে গ্রেফতার এড়ানোর জন্য আসামিরা রাতে মাদুর , বালিশ , চাদর নিয়ে মাঠের মধ্যে ঘুমাতে গেলে পাশের ঝোপ-ঝাড় থেকে সাপ বেড়িয়ে এসে কামড় দিচ্ছে । মজিদপুর হাটপাড়া , নারায়ণপুর , ভোজেন্দ্রপুর , সাতমাইল ইসলাম গাতি , মালিগাছা পশ্চিম পাড়া সহ বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে অন্তত ৫/৬ জন সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে ।
ReplyForwardAdd reaction |