আনোয়ার :- পাবনা সদরের মোছা : কাজলী খাতুন (৪০) , স্বামী মো : রয়েজ প্রাং , সাং – ঘরনাগড়া ,মালিগাছা থানা ও জেলা পাবনার সহিত জমি সংক্রান্ত বিষয়ে আসামী ১নং মো : মনি (৫০) , পিতা – জাফর মন্ডল , সাং – টিকরী , দাপুনিয়া ২নং মো : মানিক (২৫) , পিতা – মো : বাবুল , ৩নং মো : আমাল (৫২) , পিতা – ভানটু সরদার , উভয় সাং বাঙ্গাবাড়িয়া , মালিগাছা থানা ও জেলা পাবনাগন । আমাকে ও আমার পরিবারের সদস্যদের বাড়ি হইতে উচ্ছেদের চাপ প্রযোগ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে । ইং ৩০/০৭/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় উল্লেখিত আসামি সহ অজ্ঞাতনামা ৫/৭ জন হাতে চাপাতি , হাসুয়া ধারালে ছোরা , লোহার রড় , জিআইপাইপ ইত্যাদি অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া পাবনা থানাধীন ঘরনাগড়া আমার বসতবাড়িতে অনধিকারে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ি ঘড় ভাংচুর শুরু করে । আমি আসামিদের গালিগালাজ করিতে নিষেধ করিলে উল্লেখিত আসামিগণ ক্ষিপ্ত হয় এবং হাতে অস্ত্র-সস্ত্র লইয়া হত্যার উদ্দেশে আমার দিকে ধাইয়া আসিলে আমি আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করিয়া দৌড়াইয়া নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করি । উল্লেখিত আসামিগণ আমাকে খুন করিতে না পাড়িয়া এই মর্মে হুমকি প্রদর্শন করে করে যে , সুযোগ মতো আমাকে ও আমার পরিবারকে যেখানে পাইবে , সেখানে খুন যখম করিবে । বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্য গণ আতংকের মধ্যে আছি । উল্লেখিত আসামিদের দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের সদস্যের জান মালের ক্ষতি হওয়ার আশু সমূহ সম্ভাবনা রহিয়াছে । উল্লেখিত আসামীগণ আমার বসতবাড়ী ভাংচুর করিয়া অনুমান ১,০০,০০/- টাকা ক্ষতি সাধন করে । উক্ত ঘটনার সাক্ষী -১ । মো : আমিন (৬০) , পিতা – মো : রহমত প্রাং , ২। মো : সুরুজ (৪৫) , পিতা – মো : আমিন , ৩। মোছা: শিরিনা খাতুন (৪০) , স্বামী – মো : শাহীন , সর্ব সাং – ঘরনাগরা , মালিগাছা , থানা ও জেলা পাবনা সহ আশেপাশের আরও অনেকে জানে । ঘটনার বিষয়ে স্থানীয় প্রধান বর্গ ও নিকত আত্নীয় – স্বজনদের সহিত আলোচনা করিয়া থানায় হাজির হওয়ার অভিযোগ দায়ের করেন গত ৩০/০৭/২০২৪ ইং তারিখে ।
ReplyForwardAdd reaction |