• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

মামুনের কর্মি-সমর্থের পদযাত্রা

ইউ এন এস ঃ আসন্ন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভব্য পদপ্রার্থীদের প্রচার প্রচারনা উৎসব মূখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে এখনোই নানা রং-বেরঙের পোস্টার, বিলবোর্ড, ব্যানারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। এরই মধ্যে কয়েকদিন পরেই ঈদুল ফিতরের আমেজে প্রার্থীরা ঈদের শুভেচ্ছা জানাতে রাস্তা-ঘাটে, মোড়ে পাড়া-মহল্লায় নিজ-নিজ প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত হয়ে উঠেছে কর্মি-সমর্থকরা। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এমনই একজন প্রার্থী প্রচারনা দেখা যাচ্ছে লক্ষনীয় পাবনা জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ  কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক ধর্মবিষয়ক সদস্য আবদুল্লাহ্ আল-মামুন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তার কর্মি-সর্মথকরা এক বিশাল পদযাত্রা নুরপুর থেকে শুরু করে পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়। এসময় সমর্থকদের হাতে প্রার্থীর বিভিন্ন পেলে কার্ড, বিলবোর্ড প্রদর্শন করতে দেখা যায় এবং সময়ের সাহসী সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, গরীবের ব্ন্ধু ও কর্মি বান্ধব আব্দুল্লাহ ্ আল-মামুনের নামে রিপ্লেট বিতরণ করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *