পিপ ॥ ফোল্ডার কবিতাপত্র‘র প্রতিষ্ঠাতা সম্পাদক কবি ইদ্রিস আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত। এ উপলক্ষে সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে এক আলোচনা সভা, নিবেদিত কবিতা পাঠ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহাতাব বিশ^াস বেসরকারি সাইন্স এন্ড টেকনোলজি বিশ^বিদ্যালয়র চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল করিম এবং বর্তমান সহযোগী অধ্যাপক মো. আখতার জামান ও মরহুমের ছেলে আলমগীর স¤্রাট। আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনীর উপর আলোচনা করেন সামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, অধ্যক্ষ জেবুন্নেসা ববিন, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ‘র বাংলা ইন্সট্রাক্টর আলী আকবর মিঞা রাজু, পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক রওশন রুশো, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয়, পথ সাহিত্য সংসদ‘র সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার , কবি অশ্রু সাগর আনোয়ার প্রমুখ। এর আগে বাচিক শিল্পী আসাদ বাŸ‘ুর সঞ্চালনায় মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি মির্জা আজিজুর রহমান, দৈনিক সিনসা নিবার্হী সম্পাদক কবি আলহাজ¦ আমিনুর রহমান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^াবিদ্যালয়ের প্রভাষক সামস সুমন ও ঈশ^রদী প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রাজা।কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করেন কবি মঞ্জুরুল ইসলাম, অস্ট্রোলিয়ার সিডনি থেকে আগত বিশিষ্ট আবৃত্তিকার মুস্তাক আহমেদ প্রিন্স, কবি মমতাজ রোজ কলি, কবি আজিজা পারভীন, কবি মরিয়ম বেলা রুশী, কবি মধুসুদন মজুমদার, খান আনোয়ার হোসেন,
দোয়ার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মনির্ং টাচ সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল করিম , সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, ওসাকার পরিচালক মাজাহারুল ইসলাম, মহিয়সী প্রকাশের সত্তাধিকারী রেহানা সুলতানা শিল্পী, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি নাছিমা খন্দকার, সাংবাদিক মুনমুন, মেহেজাবিন নেছা, মাহাবুবুন শিলা, ফাহিমুজ্জামান মিতুল, জিয়া রহমান, ভাস্কর চৌধুরী, জিয়াউর রহমান, নয়ন কুমার, ওবায়দুল্লাহ, ফজলে রাব্বি প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা ইউনূস আলী খান।