• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

‘মানুষের বিজ্ঞানী’ চেন সুচেন

বরাবর,
মহাপরচিালক চলচত্রি ও প্রকাশন অধদিপ্তর, ঢাকা।
বসিয়ঃ ডি এফ পি মডিয়িা লস্টি ২০২২এর অর্ন্তভুক্তও প্রসঙ্গ।ে
প্রয়ি জনাব,
উপরোক্ত বষিয়রে আলকে আপনার সদয় অবগতি ও দৃষ্টি আর্কষণ করে জানান যাচ্ছে য,ে দনৈকি পাবনার আলো পত্রকিাটি সরকারি সকল নয়িম অনুসরন করে যথাযথ ভাবে প্রকাশতি হয়ে গত ২৫-০৯-২০০৬ ইংরজেি তারখিে আপনার অধদিপ্তরে পত্রসুত্র নম্বর এ বি স-িপ-৩/১/২০০৫/৪৮৬০ পত্র মোতাবকে মডিয়িা তালকিা ভুক্ত হয়ে প্রকাশতি হয়ে আসছলিো, কন্তিু অতসিম্প্রতি প্রকাশতি ডি এফ পি এর মডিয়িা তালকিাভুক্তরি তালকিায় অত্র পত্রকিার নাম প্রকাশ করা প্রয়োজন।

অতএব আপনার নকিত বনিতি আবদেন, পাবনা হতে প্রকাশতি দনৈকি পাবনার আলো পত্রকিা দি এপ পি এর মডিয়িা তালকিা চুক্তরি পুনঃআদশে প্রদান করয়িা বাধতি করবিনে।
বনিতি নবিদেক

অনলাইন ডেস্ক : চেনকে চীনের ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয়। চীনে বিজ্ঞানী চেন সুচেনের মর্যাদা জাতীয় নায়কের।
যে রকেট দিয়ে চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো সম্ভব হয়েছিল, সেটি ছিল তাঁরই গবেষণার ফসল। এরপর যে ক্ষেপণাস্ত্র চীনের পারমানবিক অস্ত্র ভা-ারের অবিচ্ছেদ্য অংশ হয়, তাও সম্ভব হয়েছে এই বিজ্ঞানীর প্রচেষ্টায়।
চীনে বিজ্ঞানী চেন সুচেনের মর্যাদা জাতীয় নায়কের। কিন্তু যে দেশে তিনি পড়াশোনা করেছেন এবং দশ বছরেরও বেশি সময় কাজ করেছেন সেখানে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কোনো স্বীকৃতিই নেই। মনেই করা হয়না তাকে।
চেনের জন্ম ১৯১১ সালে। চীনের সর্বশেষ রাজতন্ত্রের তখন ভঙ্গুর দশা। তার বাবা-মা দুজনেই উচ্চশিক্ষিত ছিলেন। (৩য় পৃষ্ঠায় দেখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *