এক সময়ের যৌবন ভরা পাবনার আত্রাই নদী এখন দখলদারদের কবলে। নামে নদী, অথচ রূপ যৌবন এখন আর কিছুই নেই তার। নদীর জায়গা দখল আর পরিত্যক্ত ময়লায় ভরে উঠেছে নদীটির অধিকাংশ এলাকা। বিশেষ করে পাবনার বেড়া সাথিয়া এবং সুজানগর উপজেলার ত্রি সীমানায় অবস্থিত কাশিনাথপুর ফুলবাগান বাজার। প্রতিদিন এখানে প্রায় কয়েক হাজার মানুষের বিচরণ ঘটে । বাজারটি পশ্চিম পাশেই অবস্থিত যানবাহন এবং পথচারীদের পারাপারের একটি মাত্র ব্রিজ। অথচ ময়লার দুর্গন্ধে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই ব্রিজটি।
দুর্গন্ধে প্রতিনিয়তই মুখ চেপে পথচারীদের পার হতে হয় এখান দিয়ে ।
আশপাশের দোকানদার এবং স্থাপনা মালিকদের অভিযোগ, প্রতিবছর ৪-৫ বার আগুন লাগে এখানে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রতিবারই সে আগুন নেভানো হয়। চরম আতঙ্ক আর ভয়ের মাঝে ব্যবসা-বাণিজ্য করে আসছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, কাশীনাথপুর এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতাল শপিং মল খাবার হোটেল কাঁচা বাজার মুদি দোকানসহ সকল প্রতিষ্ঠান পরিত্যাক্ত বজ্রগুলো প্রতিনিয়তই এখানেই ফেলা হয়। এতে চরম দুর্গন্ধে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ময়লা ফেলতে ফেলতে এখানে সৃষ্টি হয়েছে বিশাল এক ময়লার পাহাড়। তাছাড়া বর্ষামৌসুম এলেও এখন আর পর্যাপ্ত পানি পায় না এলাকার মানুষ। যতটুকুই মেলে সেটাও ব্যবহারের অযোগ্য। অথচ একসময় এ নদীতেই চলেছে বড় বড় জাহাজ স্টিমার লঞ্চ আর যাত্রীবাহী নৌকা। কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে সেসব কিছু। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি ব্রিজটি চলাচলের স্বাভাবিক রাখতে
বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষে গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার পথচারী এবং সাধারণ মানুষ।
আলমগীর কবির পল্লব
বেড়া উপজেলা প্রতিনিধি