• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ভাঙ্গুড়ায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ধর্ষক ওয়ালিদ গ্রেফতার

 

আব্দুল কাইউম -পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ওয়ালিদ(১৭) কে গ্রেফতার করে গত বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) তার নিজ বাড়ী থেকে।জানাযায়,বৃহস্পিবার সকালে প্রাইভেট পড়ে তাদের বাড়ীর সামনে দিয়ে ফেরার পথে ঐ স্কুলছাত্রীকে বানর দেখানোর কথা বলে  নিজ বাসা নিয়ে ধর্ষণ করে সাবেক জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ মহিলা আ.লীগের সভাপতি ভাঙ্গুড়া উপজেলা শাখার গুলশানারা লিপির ছেলে ওয়ালিদ।বিভিন্ন জায়গায়ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্তাপ্ত করতো মটরবাইক চালিয়ে এই ধরনের কাজই ছিলো মায়ের ক্ষমতাবলে কেউ দেখার নেই।ধর্ষকের ”মা,,গুলশানারা লিপি জানিয়েছেন,আমার ছেলে এটা দুষ্টামি করেছে।তিনি আরো বলেন,আমার ছেলে খুবই ছোট মানুষ এই সব গুলো কিভাবে করবে এটা সম্পর্কে ওর এখনো ধারণাই নেই।এলাকাবাসী জানিয়েছেন,গুলশানারা লিপি যে খুবই ভালো এমনটাও না।তারই কারণে ছেলেটা আজকে নষ্টের পথে পথোযাত্রায় নেমেছে।এলাকাবাসীর মনে প্রশ্ন ওঠে,ধর্ষকের “মা,, যদি হয় নেত্রী তাহলে কত যে বাবা মায়ের সন্তানের ক্ষতি হবে এটাও বলা যাচ্ছে না।তবে এমন মহিলা আমাদের নেতৃত্বের প্রয়োজন নেই।আমরা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং এমন নেত্রী আমরাও চাই না।ধর্ষকের ” মা,,যদি হয় নেত্রী তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা শুধুই ধর্ষিতা হবে এটা নিশ্চিত।

মহিলা আওয়ামী লীগের সভাপতি পাবনা জেলা শাখা।পাবনা ও সিরাজগঞ্জের মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি জানিয়েছেন,আমি শুনেছি আমাদের দলীয় নেত্রী হওয়ার কারণে যে অপরাধমূলক কাজ করলে তার ছেলে আইনের ফাঁক দিয়ে বেঁচে যাবে এটা কিন্তু নয়,অপরাধীর শাস্তি হোক এই প্রত্যাশা করি।মা-বোন প্রতিটি ঘরেই আছে এমন জঘন্যতম কাজের জন্য শাস্তি হোক।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব রাশিদুল ইসলাম জানিয়েছেন,আমি ভাঙ্গুড়া থানায় যে কয়েকদিন আসছি শুধু অভিযোগ আর অভিযোগ শুনে আসছি,এই ছেলেটা ভালো না।এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এরই পরিপ্রেক্ষিতে ওয়ালিদকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।কোর্টের মামলা নাম্বার জি,আর-৯৪/২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *