• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় শাহিন আলী (২০) নামের এক ইয়াবা

ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর)

রাত ১১ টার দিকে উপজেলার দিয়ার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াবা ব্যবসায়ী

শাহিন মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ডাবলু আলীর ছেলে ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ জানতে পারে মন্ডতোষ ইউনিয়নের

দিয়ারপাড়ার গোলাম মজনু প্রামানিকের বসত বাড়ীর সামনে সুজাপাড়া রেলগেট থেকে

দিয়ারপাড়া মসজিদ গামী পাকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট

বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করিতেছে। এ খবরের ভিত্তিকে ভাঙ্গুড়া থানার

এসআই (নিরস্ত্র) মঞ্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী

শাহিন আলমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার হেফাজত হতে উদ্ধারকৃত

একটি নীল রঙের পলি প্যাকেটের মধ্যে রক্ষিত ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট পায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ¦ মো. রাশিদুল ইসলাম জানান,

আটককৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে সোমবার সকালে আদালতের

মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের চলমান অভিযান অব্যহত থাকবে।

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *