পাবনা বেড়া উপজেলার নান্দিয়ারা কবরস্থানের একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মধ্য বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে মুসল্লিরা কবর জিয়ারত করতে গেলে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় তারা। পরে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত ওই যুবক শিবপুর গ্রামের মৃত সোহেলের ছেলে শুভ (২৬)।
এদিকে শুভর পরিবারের লোকজন জানায়, গতকাল শনিবার নান্দিয়ারা কবরস্থানের বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়। সেই জলসায় আসার কথা বলে শুভ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোজ করি। কিন্তু কোথাও তার সন্ধান পাই না। তাদের দাবি শুভকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে ।
তবে লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার হারুনুর রশিদ।
আলমগীর কবির পল্লব
বেড়া উপজেলা প্রতিনিধি