• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ বাংলাদেশি ফুটবলপ্রেমীদের

স্পোর্টস ডেস্ক ॥ এ বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এর আগে ৫১টি দেশে প্রদর্শন করা হবে কাতার বিশ্বকাপের ট্রফি। এরই প্রেক্ষিতে আগামী ৮ জুন ঢাকায় আসবে খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের এই ট্রফিটি। ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় থাকবে ট্রফিটি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে ট্রফিটি পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে।
ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফি সামনাসামনি দেখার ও ছবি তোলার সুযোগ থাকছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে ভক্তদের। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্পন্সর কোকা-কোলা। তাদের সৌজন্যে এবারও ট্রফিটি বাংলাদেশে আসছে। ট্রফি ট্যুরের অংশ হিসেবে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের সময় ভোক্তা ও ভক্তরা অরিজিনাল ট্রফিটি দেখার সুযোগ পাবেন। কনসার্টে অংশ নেওয়ার জন্য স্পেশাল বোতলের(২য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)লেবেলের নিচে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ভোক্তাদের ৪০০, ৫০০ ও ৬০০ মি.লি-র ৩টি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত ৩টি ইউনিক কোড অথবা ১ লিটার ও ১.২৫ লিটারের ২টি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত ২টি ইউনিক কোড দিতে হবে।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেছেন, ‘এ বছর ৫১টি দেশে অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফিটি নিয়ে আসছি আমরা। বাংলাদেশের মতো একটি ফুটবল প্রিয় দেশে মূল বিশ্বকাপের আগেই অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন করতে পারাটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। ‘ ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেছেন, ‘ক্রীড়া জগতের সুপরিচিত প্রতীকগুলোর একটি হলো ফিফা বিশ্বকাপ। এই ট্রফি ট্যুর আমাদের সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের কথা তুলে ধরার একটি সুযোগ করে দিচ্ছে। ‘
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ফিফা বিশ্বকাপ একটি আবেগের জায়গা। বাংলাদেশে ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সবার কাছ থেকে আমরা দারুণ ইতিবাচক সাড়া পেয়েছিলাম। নিঃসন্দেহে, এবার এই সাড়ার মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *