• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বিত্তবানদের আর্থিক সহায়তায় বাঁচতে পারে কলেজ ছাত্রীর জীবন

সংবাদদাতা ॥ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি মানুষ কি পেতে পারে না। আপনার আর্থিক সহায়তায় একজন মেধাবী ছাত্রীর জীবন বাঁচাতে পারে। শহীদ এম. মনসুর আলী কলেজ পাবনা’র এইচএসসি ২০১৭ ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্রী “শারমিন আক্তার রিতু” দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শারমিন আক্তার রিতু পাবনা সদর উপজেলার সিংগা বাজার (সিংগা পশ্চিম পাড়া) মোঃ রতন প্রাং ও মোছা: শাহিদা বেগমের কন্যা। তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। যা দিনমজুর রতন প্রাং এর পক্ষে বহন সম্ভব না। রিতুর পরিবারের পক্ষে এতটাকা যোগাড় করা একেবারেই অসম্ভব। রিতুর বাবা রতন জানান, মেয়ের চিকিৎসার জন্য গচ্ছিত সকল টাকা ও মুল্যবান জিনিস পত্র বিক্রি করে আমরা নিঃস্ব। মেয়ের চিকিৎসা করতে গিয়ে কোন কুল কিনারা পাচ্ছি না।। রিতুকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। যা আমার পক্ষে সংগ্রহ করা আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না।
রিতুর বাবা আরো বলেন “ক্যান্সারের চিকিৎসা ব্যায়বহুল। মেয়ের চিকিৎসার খরচ পারিবারিক ভাবে বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। মেয়ের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে মেয়ের চিকিৎসা বন্ধ হতে চলেছে। দেশ ও দেশের বাইরের সকলের মানবিক সাহায্য আমার মেয়ের পূর্ণাঙ্গ চিকিৎসা করে সুস্থ্য করে তোলা সম্ভব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার মেয়ের জীবন বাঁচাতে পারে।
আসুন আমরা সকলেই যদি একটু মানবিক দিক চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে দেই তাহলে একজন অসহায় পরিবার তাদের সন্তানকে ফিরে পাবে। আপনাদের আর্থিক সাহায্যই পারে মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? মহান আল্লাহ আপনাদের প্রতি সদয় হউন, মেয়েটিকে সুস্থ্য করে তুলতে আপনাদের সহযোগিতা একান্তকাম্য।
সাহায্য পাঠাবার ঠিকানা : শারমিন আক্তার রিতু,পিতা-মোঃ রতন প্রাং, মাতা- মোছা: শাহিদা বেগম, সিংগা বাজার পাবনা সদর, পাবনা। সরাসরি যোগাযোগ করে অথবা ফোনের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। মোবাইল রতন প্রাং-০১৭৫৮৫৯৯৮৩০, ০১৭৪২-০৫২২৪৬ (বিকাশ পার্সোনাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *