মিজানুর রহমান, পাবনা
নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত নাশকতার ছক আটছে। দেশকে অস্থিতিশীল করে দেশের মানুষের মাঝে ভয় কায়েমের চেষ্টা করছে। যেনো নির্বাচনে মানুষ ভোট দিতে না পারে। বিএনপি জামাতের এসকল অপচেষ্টা রোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে পাবনার গয়েশপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে এসবকথা বলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
তিনি বলেন, ২৮ অক্টোবর সমাবেশের নামে দেশে অরাজকতা কায়েমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। শুধু ঢাকায় নয় দেশের যেকোনো জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এজন্য আমাদের আরো সজাগ থাকতে হবে। প্রয়োজনে তাদের উচিত জবাব দিতে হবে। একইসাথে নৌকার উন্নয়ন তুলে ধরে মানুষের কাছে ভোট চাইতে হবে।
এ মতবিনিময় শেষে আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়ার কয়েকটি মণ্ডপে বিসর্জন পরবর্তী মতবিনিময় করেন।
এ সময় জেলা আ.লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদস্য ও পৌর মেয়র শররীফ উদ্দিন প্রধান, তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, উপদপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,গয়েশপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আতাইকুলা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুল কবির খান শান্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু , আতাইকুলা ইউনিয়ন সাবেক সভাপতি রফিকুল ইসলাম বকুল সহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২