• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বিএনপির একদফা ইতিমধ্যে রফা হয়ে গেছে-আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

০২-০৮-২০২৩

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বিএনপির সরকার পতনের একদফা আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীর বিষয়ে আওয়ামীলীগের
প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন বিএনপির একদফা ইতিমধ্যে রফা হয়ে গেছে,একবার তিনদফা,একবার দশদফা,একবার ৩১ দফা মানুষ বিএনপির এই দফা
নিয়েই বিভ্রান্তে রয়েছে। মঙ্গলবার শোকাবহ আগস্টের প্রথম দিন সকালে পাবনার সুজানগরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি আরও বলেন, শেখ হাসিনা কোন দুঃখে পদত্যাগ করবে আর কোন দুঃখেই বা সরকার পদত্যাগ করবে। এটার কোন কারণও নেই দুঃখ কষ্টেরও কোন বালাই নেই। এই
ধরণের উদ্ভট দাবি ও উদ্ভট কথাবার্তার দ¦ারা প্রমাণ হয় বিএনপি আসলে একেবারেই রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। বিএনপির এ ধরণের কথাবার্তা
বলে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছে। চূড়ান্ত বিচারে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
হবে।সেই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন রোধ করার শক্তি কারও
নেই। নির্বাচনে কে অংশগ্রহন করলো আর কে করলো না সেটা দেখার বিষয় নয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ
করবেন। এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। সুতরাং বিএনপির দফা নিয়ে আমরা মোটেই বিচলিত না এবং এটি আমরা
আমলেই নেই নাই। এ সময় তিনি আরও বলেন ইতিমধ্যে দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং নির্বাচনে শেখ হাসিনা যাকেই প্রার্থী হিসেবে
মনোনয়ন দেবেন সেই প্রার্থীর পক্ষেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন। আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের
সাথে এ সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম
রেজা, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা
কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম,আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক,আব্দুল আওয়াল খান, সরদার আব্দুর
রউফ,ইউনুস আলী বাদশা, পৌর আ.লীগের সভাপতি সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ
রাজু,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক রুহুল, পৌর
ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়নসহ স্থানীয় আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *