• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বাজেট অধিবেশনে এমপিদের পালা থাকছে না

ডেস্ক নিউজ ॥ চলতি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে রবিবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৮ মে এই অধিবেশন আহ্বান করেছেন। এটা বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের আগামী ৯ জুন বিকাল ৩টায় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্হাপনের কথা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন চলতি মেয়াদের সরকারের এটি হবে চতুর্থ বাজেট।
করোনার মহামারির কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল খুবই কম। ঐ দুটি বাজেট অধিবেশন ছাড´াও মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত। স্বাস্হ্যবিধি মেনে পরিচালিত হয়েছিল অধিবেশন। সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো থাকায় এবারও স্বাস্হ্যবিধি মেনেই অধিবেশন পরিচালিত হবে। তবে এবার সংসদ সদস্যরা চাইলে প্রতি কার্যদিবসেই সংসদে যোগ দিতে পারবেন, কোনো পালা থাকছে না। এছাড´া সংসদ সচিবালয়ের সংশি´ষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারবেন। সাংবাকিদরাও সরাসরি সংসদ ভবনে গিয়ে পুরো অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন।
তবে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রত্যেককে কোভিড-১৯ পরীক্ষা করাতে হচ্ছে। ইতিমধ্যে সংসদ ভবনে স্থাপিত করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথে নমুনাও নেওয়া হয়েছে। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে কেবল তারাই সংসদে যেতে পারবেন।
এবিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) বৃহস্পতিবার ইত্তেফাককে বলেন, ‘এবারের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের কোনো পালাক্রম থাকছে না, সবাই আসতে পারবেন। তবে সাত দিন পরপর করোনার পরীক্ষা করাতে হবে।’
এক প্রশ্নের জবাবে লিটন চৌধুরী জানান, ৩০ জুন বাজেট পাশ হবে। এর আগে সরকারি ছুটির দিন ছাড´া অন্য প্রায় সবদিনই অধিবেশন বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *