• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বাংলাদেশের জন্য হজের কোটা বাড়ালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক ॥ চলতি বছরে বাংলাদেশের হজযাত্রীর জন্য কোটা বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে আরও দুই হাজার ৪১৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। গত বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, হিজরি ১৪৪৩ বা ২০২২ সনের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা দেশটির সরকার গ্রহণ করেছে। চিঠিতে বরাদ্দপ্রাপ্ত ওই অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অবশিষ্ট ২ হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হজ কাউন্সিলরকে অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *