• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

শহর প্রতিনিধি ॥ পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আজ মন মোহনায় মিশেছে ও রাখাল রাজার গল্প শোন” শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় বনমালীর শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক ও সামবেত কবিতা আবৃত্তি করেন এ কেন্দ্রের শিল্পী ও শিক্ষার্থীরা রতœদ্বীপ রিসোর্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি উপ-পরিষদের আহবায়ক মিসেস সোহানী হোসেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ বিপুল সংখ্যক দর্শক স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *