• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বজ্রপাত রোধে পাবনা সদর  উপজেলার আতাইকুলায় ৪০০ তালগাছের চারা রোপন

বজ্রপাত রোধে পাবনা সদর  উপজেলায় ৪০০ তালগাছের চারা রোপন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়।সোমবার  ( ২৯ জুলাই) উপজেলার আতাইকুলা ইউনিয়নের সারদিয়ার গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
চারা রোপণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ পরিচালক ডঃ জামাল উদ্দিন।এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ   সাহানা পারভীন লাবনী,কৃষি সম্প্রসারণ অফিসার  শৈলেন কুমার পাল,আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী খান সহ কৃষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী জানান, আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ শত তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন,তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *