ডেস্ক নিউজ ॥ পাহাড়, নদী আর সাগর-মোহনার অপরুপ সৌন্দর্যের রানী বন্দর নগরী চট্টগ্রাম। দেশের অর্থনীতির চাকা সম্প্রসারিত করতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে চীনের সাংহাই নগরীর আদলে গেেড় উঠছে ‘ওয়ান সিটি সিটি-টু টাউন। প্রায় ১০হাজার ৩৭৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন হলে হাজারো অর্থনৈতিক সম্ভাবনার নতুনদিগন্ত উন্মোচিত হবে। বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ´বিক পরিবর্তন। চার লেন বিশিষ্ট দুটি টিউব সম্বলিত ৩ দশমিক ৪ কিলোমিটার কর্ণফুলী নদীর তলদেশের এই প্রকল্প বাস্তবায়িত হলে ফিনান্সিয়াল ও ইকোনোমিক আইআরআর এর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ৬ দশমিক ১৯ শতাংশ এবং ১২ দশমিক ৪৯ শতাংশ। টানেলের এক মাথা শুরু হয়েছে পতেঙ্গার নেভাল একাডেমির পাশ থেকে। নদীর তলদেশ দিয়ে তা চলে গেছে আনোয়ারার দিকে। এ টানেল ধরে চলে যাওয়া যাবে পর্যটননগরী কক্সবাজার ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর অবধি। মহেশখালীর মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর, এলএনজি স্টেশন ও বাঁশখালীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বৈপ´বিক ভূমিকা রাখবে এই টানেল। চলতি বছরেই শেষ হতে পারে এই প্রকল্পের কাজ।