• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে- এমপি প্রিন্স 

০৩-০৮-২০২৩

মিজানুর রহমান,পাবনা:

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ইউনিয়নটির মৌগ্রাম পশ্চিমপাড়া মরহুম আবু বক্কর মন্ডলের বাড়ির উঠানে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে দেশের উন্নয়ন হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেশকে এখন অনেক দেশ অনুসরণ করছে। দেশ এখন সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনে কোন ভুল করা যাবে না। যদি কোন ভুল হয় আর বিএনপি জামায়াত ক্ষমতায় আসে তাহলে দেশ আবার অন্ধকারে চলে যাবে। দেশে ফিরে আসবে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকসহ নানা অপকর্ম। তাই দেশ বাঁচাতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে  শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর মোল্লার পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক হিরোক হোসেন, সদস্য সুবহান বিশ্বাস,,শ্রী রতন কুমার পাল পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ,সাধারণ সম্পাদক শওকত হোসেন খান,একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, সদস্য আহসান হাবীব,স্থানীয় মেম্বার মানিক খাঁ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *