আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স কে আওয়ামী লীগ দলের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ রবিবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম মিঠুর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে আওয়ামী লীগ কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোতাই, সহ-সভাপতি আমিনুল ইসলাম লতিফ, উজ্জল সাগর সহ আরো অনেকে।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩