সংবাদদাতা ॥ পাবনায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নযনে সমাজ সেবা অধিদপ্তরের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবা পাবনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দিন ব্যাপী সমাজ সেবা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবা রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরকার। কর্মশালায় অংশগ্রহন করেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্রালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সমাজ সেবা কর্মকর্তা গোলাম সরোয়ার, আসাদ উদ দৌলা, হাফিজ আহমেদ, শারমিন আক্তার, সিরাজুর ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্টীর বাস্তব অবস্থা সমাজ সেবা কার্যালয় প্রান্তিক জনগোষ্টীকে এগিয়ে নিতে সমাজ সেবা ও সরকারের বিভিন্ন বিভাগ সমন্বয় কওে কাজ করতে হবে।