• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

প্রশংসনীয় কাজে পুরষ্কার পেলেন ৭৪ সদস্য-সদস্যাপাবনায় বর্নাঢ্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা, ১২ অক্টোবর
পাবনায় বৃহস্পতিবার(১২ অক্টোবর)বর্নাঢ্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর উপমহাপরিচালক কামরুন নাহার। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. মাসুদ আলম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ। এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার সহকারী জেলা কমান্ড্যান্ট মো: শাহ আলম এবং দলপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন দোগাছি ইউনিয়ন দলপতি মো: রেজাউল করিম ও ফরিদপুর পৌরসভার ওয়ার্ড দলনেত্রী পাখি আরা খাতুন। সমাবেশে আনসার কমান্ডার, দলপতি- দলনেত্রীসহ ২৯ সদস্য- সদস্যাকে বাইসাইকেলসহ ৭৪ জনকে বিভিন্ন সামগ্রী পুরস্কার দেয়া হয়। এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সুচনা করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী রেঞ্জ এর উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভুমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অবদান রাখতে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, এসব লক্ষ্যকে সামনে রেখেই মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যারা প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছেন।এর মাধ্যমে এ বাহিনীর সদস্য সদস্যারা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণে নিজেদেরকে তেরী করছেন।সমাবেশ সঞ্চালনা করেন পাবনার সার্কেল এডজুটেন্ট আসিফ ইকবাল এবং আটঘরিয়া উপজেলা কর্মকর্তা জেসমিন সুলতানা।
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুজানগর উপজেলা কর্মকর্তা আল ইমরান, সদর উপজেলা কর্মকর্তা ওবায়দুর রহমান, চাটমোহর উপজেলা কর্মকর্তা আলী আহম্মদ, ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা আনোয়ার হোসেন, বেড়া উপজেলা কর্মকর্তা রোকেয়া খাতুন, ভাঙ্গুরা উপজেলা কর্মকর্তা মমতাজ বেগম, ফরিদপুর উপজেলা কর্মকর্তা মর্জিনা খাতুন, সাঁথিয়া উপজেলা কর্মকর্তা তাসলিমা পারভীন, জেলার ৯ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার কমান্ডার, দলপতি-দলনেত্রীসহ ৩ শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরণ :

গণসংযোগ শাখা
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাবনা
১২ অক্টোবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *