মিজানুর রহমান,পাবনা:
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ইউনিয়নটির মাহমুদ বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করতে এখন থেকেই জনগণের দোরগোড়ায় গিয়ে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে হবে। পৌঁছে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিস্ময়। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন,বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা,জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাক আজাদ, সদস্য আনিসুজ্জামান দোলন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কামরুল সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি