• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

প্রথম ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং-এ ভেন্টিলেশন স্ট্যাক স্থাপন সম্পন্ন

০২-০৮-২০২৩

নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের
রিয়্যাক্টর বিল্ডিং এর ডিজাইন পজিশনে স্থাপিত হলো ভেন্টিলেশন
স্ট্যাক। এর মূল কাজ হলো, রিয়্যাক্টর কমপার্টমেন্ট থেকে অতিরিক্ত তাপ
ও আদ্রতা অপসারণ।
অত্যন্ত জটিল এই কাজটি করতে সময় লেগেছে আট ঘন্টা এবং
ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্রেন। ভেন্টিলেশন স্ট্যাকের দৈর্ঘ্য
৬৭মিটার এবং ওজন ১০০টন।
রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান,
“ভেন্টিলেশন স্ট্যাকটি স্থাপনের পরে রিয়্যাক্টর বিল্ডিং এর এলিভেশন
দাঁড়িয়েছে +৯৯.৫০০। লাইটিং রড এরেস্টারকে বিবেচনায় নিলে এর
এলিভেশন হবে +১০১.০০০। ১৭৫মিটার উচ্চতা বিশিষ্ট কুলিং
টাওয়ারের পর এটিই প্রকল্পের সর্বোচ্চ স্থাপনা”।
দেইরি আরো জানান যে, ইউনিট-১ এ বর্তমানে বড় মাপের বেশ
কিছু ইকুইপমেন্টের স্থাপনার কাজ চলছে। চলতি আগস্ট মাসে
রিয়্যাক্টর বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা- স্বয়ংক্রিয়
তাপ অপসারণ ব্যবস্থার বিভিন্ন এলিমেন্ট স্থাপন করা হবে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর
রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি
ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।
প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর,
যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। আগামী
সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য
ফ্রেশ পারমাণবিক জ্বালানী বাংলাদেশে এসে পৌছুবে বলে আশা
করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *