• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

“চার বছরের ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, নবজাতককে হত্যার অভিযোগ” সহ বিভিন্ন শিরোনামে গত ১ জুন ২০২২ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় প্রত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যে মেয়ে ও তার মৃত সন্তানকে নিয়ে আমাকে জড়িয়ে প্রকাশ করা হয়েছে সেই মেয়ের সাথে আমি এবং আমার পরিবারের কোন প্রকার সম্পর্ক নেই। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *