আনোয়ার হোসেন ॥ টেবুনিয়া ফার্মে পেঁয়াজ বাল্ব বীজ হিমাগার এখন জনগনের দোরগোড়ায়। পাবনা সদর উপজেলার টেবুনিয়া, মালিগাছা, মালঞ্চি, হেমায়েতপুর, দাপুনিয়াসহ আশেপাশের ১০/১২ গ্রামের কৃষকদের পেঁয়াজ বীজ বাছাই করে রাখার মত কোন হিমাগার ছিলনা। বর্তমানে এখানে একটি পেঁয়াজ বীজ বাল্ব হিমাগার হওয়ায় কৃষকেরা স্বস্তির নিশ্বাস ফেলছেন। টেবুনিয়া ফার্মের বীজ উৎপাদন খামারের কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় প্রায় ২০০ টন বীজ ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগারটি কৃষকদের জন্য সুফল বয়ে আনবে। এতে কৃষকরাও খুশি। এজন্য উক্ত এলাকার কৃষকরা ফার্মে হিমাগারটি স্থাপনের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান।