• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পুন্ড্র বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আব্দুল খালেক পিভিএম ॥ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত রবিবার ঢাকার মিরপুরে টিএমএসএস হেড অফিসের ইন্টারন্যাশনাল ডেস্ক কনফারেন্স রুমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ব বিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড.জন লি.স্মার্ট,কম্পিউটিং বিভাগের বিভাগীয় প্রধান ড.নুর আলম,ভর্তি কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জুলিয়া জং ও ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মি.টমি এবং পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম,উপাচার্য প্রফেসর ড.মো.মোজাফফর হোসেন,বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের,বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহম্মদ চিশ্তী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর বিজন কৃষ্ণ মৃধা,রেজিস্ট্রার ড.মো.আলাউদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক, বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মোহাম্মদ বাবু,টিএমএসএসের পরামর্শক মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ড.জন লি এর পক্ষে স্মার্ট কম্পিউটিং বিভাগের বিভাগীয় প্রধান ড.নুর আলম এবং পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষে উপাচার্য প্রফেসর ড.মো. মোজাফফর হোসেন। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *