• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পি কে হালদারকে ফের ১৪ দিনের কারাদন্ড

PK-Arest

ডেস্ক নিউজ ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভারতের গ্রেফতার প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ৬ আসামির ফের ১৪ দিনের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কলকাতার বিশেষ সিবিআই আদালত এ রায় দেন। আগামী ২১ জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে কারাগারে থাকা অবস্থায় পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। জিজ্ঞাসাবাদের সেই বয়ান রেকর্ডও করা হয়। জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের হদিস পায় ইডি। আদালতে ইডি জানায়, পি কে হালদারের ৪৪টি ব্যাংক একাউন্ট আছে যেখানে প্রায় ৬০কোটি টাকা ক্যাশ রয়েছে। এছাড়াও মালয়েশিয়াতে সাতটি ফ্লাটসহ প্রায় ৪০টি সম্পত্তির হদিস পেয়েছে ইডি। পি কে হালদারসহ বাকি অভিযুক্তরা হলেন, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *