মিজানুর রহমান, পাবনা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স কে বিজয়ী করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুনের পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইসহাক শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট,উপ দপ্তর সম্পাদক রিজভী শাওনসহ জেলা আওয়ামীলীগের উর্ধ্বতন নেতৃবৃন্দ,পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকমণ্ডলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা পাবনা-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩