• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা স্বাধীনতা চত্বরে(টাউন-হল) সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৩ শুভ উদ্বোধন

কাইউম পাবনা : গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক বন বিভাগ পাবনার উদ্বোগে পাবনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসক পাবনার  মুঃ আসাদুজ্জামান সভাপতিত্বে আজ ২ সেপ্টেম্বর শনিবার সকালে পাবনা স্বাধীনতা চত্বরে(টাউন-হল) সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৩ শুভ উদ্বোধনের সময় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল পুলিশ সুপার পাবনার আকবর আলী মুনসী  পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ জামাল উদ্দিন প্রমুখ।পাবনা স্বাধীনতা চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব বৃক্ষ প্রদর্শনী স্টলসহ মেলায় নার্সারি মালিক সমিতি পাবনার সর্বমোট ২০ টি বৃক্ষ প্রদর্শনী স্টলে ছায়া সুশীতল বহু বৃক্ষের সমারোহ উপস্থিত বৃক্ষপ্রেমী আগামী প্রজন্মকে  বৃক্ষ রোপণে দৃষ্টান্তমূলক জনসচেতনতা সৃষ্টি করবে বলে জানায় উপস্থিত সুধীজনেরা। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরূপ প্রভাবে জীব-বৈচিত্র্যের অস্তিত্ব সংকট নিরসনে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই বলে তাহারা আরও জানায়

Exif_JPEG_420

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *