• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সাঁথিয়া থানার কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় ১০ কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজারসহ ৩ জন আটক।

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

গতকাল ২৬ শে এপ্রিল  বৃহস্পতিবার রাতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় ১০কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে উক্ত ব্যাংক শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মোঃ আবু জাফর কে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।

ঘটনা স্থলে গিয়ে জানাজায়  অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে ০৫ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৩৭৮ টাকার গরমিল পায়। 

পরবর্তীতে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে, সাঁথিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় ।

এ সময় ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ, এএসআই সাগর, সাঁথিয়া থানার ডিএসবি সহ সিআইডির এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *