মিজানুর রহমান, পাবনা:
গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে বদলেছে গ্রামীণ জীবনের মান। গ্রামে বসে মানুষ শহরের সুবিধা পাচ্ছে। গত নির্বাচনে আ.লীগ সরকারের ইশতেহার সম্পূর্ণরুপে বাস্তবায়নের ফলে এসকল সুবিধা পাচ্ছে মানুষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে পাবনার রাজাপুর হতে শানিরদিয়ার মন্ডলপাড়া বাধ পর্যন্ত ও চরপ্রতাপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ের দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসবকথা বলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোটও দাবি করেন তিনি।
জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফারুক, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা উপসহকারী প্রকৌশলী আ: আজিজ, দাপুনিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, হেমায়েতপুর সাংগঠনিক ইউনিয়ন (৪,৫,৬ নং ওয়ার্ড) আ.লীগের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, হেমায়েতপুর ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক কুদ্দুসসহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩