• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সদরে ইটভাটায় ভ্রাম্যমান অভিযান

পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে (৬মে) সোমবার  এবং পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে পাবনা জেলার সদর  উপজেলার চর আশুতোষপুর এলাকায় অবৈধভাবে সনাতন পদ্ধতিতে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে  মেসার্স কেআরবি  ব্রিক্সকে ৩ লক্ষ  টাকা, মেসার্স এআরবি  ব্রিক্সকে ৩ লক্ষ  টাকা এবং মেসার্স  আর এ বি  ব্রিকসকে  ৩ লক্ষ টাকা  মোট ৯,০০,০০০/- টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। এছাড়া ইটভাটা তিনটির কিলন স্কেভেটর দিয়ে আংশিক  ভেঙে দেয়া হয় এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা এর সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর  আগুন নিভিয়ে দেওয়া হয়। 

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা  কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।এ সময় উপস্থিত ছিলেন অত্র  কার্যালয়ের  সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।  র‍্যাব-১২ এর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা এর একটি চৌকস দল ভাটার আগুন নির্বাপনে  সহযোগিতা প্রদান করেন।অবৈধ ইটভাটার বিরুদ্ধে  চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *