লিটন ॥ পাবনা শহরের বিভিন্ন স্কুল কলেজগামী ছাত্রীদের বহিরাগত যুবকরা উত্যাক্ত করছে বলে অভিযোগে জানা গেছে। ছাত্রীদের ব্যাক-সাউন্ডসহ নানা ধরনের উত্যক্ত করে। বহিরাগত যুবকরা পরীক্ষা শুরুর আগে ও ছুটির শেষে স্কুল-কলেজের সামনে দাড়িয়ে ছাত্রীদের অশ্লীল ব্যাক-সাউন্ড কথাবার্তা বলে থাকে। সাইকেল অথবা রিক্সায় চড়ে যাবার সময় চিঠি ছুড়ে মারে। কোন সময় অভিভাবকরা যুবকদের শাসন করলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল বাক্য উচ্চারণ করার মত ঘটনা ঘটছে। এসব বহিরাগত যুবকেরা অধিকাংশ অল্প বসয়সের। অনেক সময় দেখা যাচ্ছে ছাত্রীরা বন্ধুদের সঙ্গে নিয়ে রিক্সায় অথবা হোন্ডায় চড়ে অবাধে ঘোড়াফেরা করছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।