• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা শহরের উত্তর শালগাড়িয়ায় তিন শতাধিকভূমিহীন পরিবার মানবেতর দিন কাটাচ্ছে

আইএনএস: পাবনা শহরের উত্তর শালগাড়িয়ার বিস্তৃর্ণ এলাকা জুড়ে ৩ শতাধিক ভূমিহীন পরিবার মানবেতর জীবন-যাপন করছে। তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য জমি-জমা নেই। শিক্ষা, চিকিৎসা ও সম্মানজনক কর্মসংস্থান নেই। সরকারি জায়গায় ঝুপড়ি ঘর তুলে অস্বাস্থ্যকর পরিবেশে বছরের পর বছর ধরে বসবাস করে আসছে। এসব ভূমিহীন পরিবার স্থায়ীভাবে বসবাসের জন্য দাবি করেন। সরোজমিনে গেলে স্থানীয়রা জানায়, পাবনা পৌর সভার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর শালগাড়িয়া গ্রাম। এই গ্রামের পশ্চিমে বন বিভাগ, উত্তর দিকে বাইপাশ সড়ক ও রেলপথ, উত্তর-পর্ব দিকে রেলস্টেশন, শহীদ এম. মনছুর আলী কলেজ ও শহীদ এম. মনছুর আলী উচ্চবিদ্যালয়। এরই মাঝে সুবিধা বঞ্চিত নি¤œমানের জীবন-যাপন করছে শতশত ভূমিহীন পরিবার। ভূমিহীন পরিবারের সদস্যরা জানান, তারা নিজ জমি না থাকায় দীর্ঘদিন ধরে সরকারের পরিত্যাক্ত জমিতে ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের ছেলে-মেয়েদের বেশিরভাগই শিক্ষার আলো থেকে বঞ্চিত। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ভূমিহীনরা জানান, তাদের বিশুদ্ধ পানি সংকট, বিদুৎ সংকট, কর্মসংস্থানের অনিশ্চয়তা। বিশুদ্ধ পানি পাওয়ার জন্য চাপকল বা সাবমার্সেল স্থাপনের সামর্থ না থাকায় দুরবর্তী বিত্তবানদের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয় তাদের। অন্যদিকে আশপাশের জমে থাকা খালের পানি ব্যবহার করতে হয় সাংসারিক কাজে। এরপর বর্ষা মৌষুমে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়। তারা অর্থের অভাবে পরিবারের সদস্যরা চিৎিসা করতে পারে না। এলাকার এসব সুবিধা বঞ্চিত পরিবারের পুরুষ সদস্যরা কেউ রিক্সা-ভ্যান চালায়, কেউ বা দিন মজুড়ের কাজ করে জীবীকা নির্বাহ করে। আবার পরিবারের এমন অনেক সদস্য কাজ না পেয়ে বেকার জীবন কাটায়। আক্কাছ নামের এক ভূমিহীন বলেন, রহিঙ্গারা যদি আমাদের দেশে আশ্রয় পায়, অথচ আমরা ভূমিহীনরা আশ্রয় হীন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা কালা বাবু ও সমাজ সেবক মোমিনুল হক ফেরদৌস বলেন, এ এলাকার প্রায় ৩ শতাধিক ভূমিহীন পরিবার বছরের পর বছর ধরে মানবেতর জীবন-যাপন করছে। এলাকার আশপাশের সরকারি খাস জমিতে সরকারে গৃহীত আশ্রয়ন প্রকল্পের আওতায় পূণর্বাশনের দাবি করেন তারা।

হাসান আলী
প্রধান সম্পাদক
আইএনএস
১৯-৬-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *