• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‍্যাব কর্তৃক ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১,৭০,০০০/- টাকা  অর্থ জরিমানা।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৮/০৩/২০২৪ তারিখ ১২.৫০ হতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে  জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে পাবনা জেলার পাবনা সদর  থানাধীন মালিগাছা বাজার সংলগ্ন জনৈক মোঃ ফিরোজ আহমেদ (৩৬),পিতা-মৃত সাদেক আলী এর “পাবনা পিওর ফুড এন্ড বেভারেজ” নামক প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন ড্রিংকস জাতীয় খাদ্য দ্রব্য, টেস্টি স্যালাইন, তেতুল হজমি  ইত্যাদি খাদ্য দ্রব্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত  করার অপরাধে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ আহমেদ (৩৬) এর নিকট হতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন এর ৪৫, ৫২ ও ৫০ ধারা ভঙ্গের অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা জরিমানা করা হয় এবং নকল স্যালাইন তৈরীর কাজে ব্যবহৃত বিপুল পরিমান মালামাল আগুনে পুড়ে ধ্বংস করে। পরবর্তীতে উক্ত আভিযানিক দল  ১৪.৩০ হতে ১৫.০৫ পর্যন্ত পাবনা জেলার পাবনা সদর থানাধীন টেবুনিয়া বাজার সংলগ্ন মোঃ ফরিদুল ইসলাম সোহেল(৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম এর “মেসার্স সোহেল এন্টারপ্রাইজ”  নামক সেমাই ও নুডুলস তৈরীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচলনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্যাদি উৎপাদন করায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ ফরিদুল ইসলাম সোহেল (৩৫), এর নিকট হতে  ৫০,০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা  জরিমানা করে। পরবর্তীতে উক্ত আভিযানিক দল ১৬.৩০ হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুনহাট গ্রীনসিটি এলাকায় অভিযান পরিচালনা করে  “INTENSE ” নামক গার্মেন্টস প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন এর ৩৭, ৪৫ ধারা ভঙ্গ করে পণ্যের গায়ে মূল্য তালিকা না বসিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী মূল্য দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একেএম মাহবুবুল আলম খান (৪৫), পিতা-মৃত আব্দুল কাদির খান, সাং-রুপপুর, থানা-ঈশ্বরদী, পাবনা এর নিকট হতে ১০,০০০/- (দশ হাজার) টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এর মালিক মোঃ আহসান হৃদয় (২৮), পিতা- মৃত লিয়াকত, সাং-গ্রীনসিটি নতুনহাট, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা এর নিকট হতে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং “wow lifestyle” নামক  ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃআব্দুল্লা আল রাজিব (৩৭), পিতা-মোঃ ফরিদুল রেজা, সাং-রুপপুর, থানা-ঈশ্বরদী এর নিকট হতে হতে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। 

উল্লেখিত ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সর্বমোট ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা করে।

আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাবের এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *