• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‍্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

২। বর্তমানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অন্যতম স্বপ্ন শহর এলাকায় জমি ক্রয় এবং নিজ জমিতে একটি সুন্দর বাড়ী নির্মাণ। শহর কেন্দ্রীক এই বাড়ী নির্মাণে মধ্যম আয়ের মানুষ তার জীবনে উপার্জিত অর্থের সিংহভাগই বিনিয়োগ করে থাকেন। যাতে তার ভবিষ্যত প্রজন্ম উন্নত পরিবেশে জীবন যাপন করতে পারে। আর এই সমস্ত বাড়ীর জন্য জায়গা ক্রয় এবং ক্রয়কৃত জমির উপর বসতবাড়ী নির্মাণ করতে গিয়ে প্রতিনিয়ত এলাকার স্থানীয় চাঁদাবাজদের সম্মুখিন হতে হয়। এ সমস্ত চাঁদাবাজদের দৌরাত্ব্য অসহায় মানুষের স্বপ্ন বাস্তবায়নে প্রধান বাঁধা হয়ে দাড়ায়। এই চাঁদাবাজরা কখনো দলবদ্ধভাবে, কখনো স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। শহর কেন্দ্রিক চাঁদাবাজির এরকম অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রতিনিয়তই আসে। এরই ধারাবাহিকতায় পাবনা সদর থানাধীন এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি তার পেনশনের টাকায় ক্রয়কৃত জমির উপর বাড়ী নির্মাণ করতে গিয়ে স্থানীয় চাঁদাবাজদের হুমকির শিকার হন। চাঁদাবাজরা ভিকটিমের নিকট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। উক্ত ব্যক্তি চাঁদার টাকার দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তার নির্মানাধীন বাড়ীতে ভাংচুর করে। উক্ত ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে চাঁদাবাজদেরকে অল্প কিছু টাকা প্রদান করলেও চাঁদাবাজরা অল্প টাকায় সন্তুষ্ট হয়নি। তারা ভিকটিমের পরিবারের সদস্যদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জীবন নাশের হুমকিও প্রদান করে। এক পর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে।

২। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই করে গত ৩১/০৭/২০২৪ খ্রিঃ তারিখ ২১.৫০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন কলাবাগান মাঠপাড়া” এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সদস্য ধৃত আসামী ১। মোঃ রাসেল (২৭), পিতা-মৃত আব্দুল গণি, ২। মোঃ আশিকুর রহমান @ রুবেল (৩০), পিতা-মৃত আসাদুর রহমান, ৩। মোঃ কানন আহমেদ (৩০), পিতা-আব্দুস সালাম, সর্ব সাং-কলাবাগান মাঠপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের চাঁদা দাবীর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

৩। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১২ কে তথ্য দিয়ে অবৈধ দখলদার, মাদক, অস্ত্রধারী ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা করুন।

স্বাক্ষরিত/–
মোঃ এহতেশামুল হক খান
মেজর
কোম্পানি কমান্ডার
র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *