র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার সদর থানাধীন চর মাতপুর গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮-০৪-২০২৪ খ্রিঃ ২২.৪০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন চর মাতপুর সাকিনস্থ জনৈক মোঃ আনিস এর বাড়ীর সামনে পাবনা টু পাকশীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ০১। মোঃ ওয়াদুদ আহম্মেদ @ জীবন (২৭), পিতা-মোঃ বাবু প্রামানিক, ০২। মোঃ আলিফ হোসেন (২৪), পিতা-মোঃ রিয়াজ খাঁ, উভয় সাং-বাঁশেরবাদা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ৮২০ গ্রাম গাঁজা, মোবাইল ০১টি এবং ০১টি সিমকার্ড এবং নগদ ৩৯৯০/- টাকা উদ্ধার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করতঃ পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।