• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা মেডিক্যাল কলেজের ৫শ শয্যার হাসপাতালের নির্মান কাজ শুরু

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর: প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর আজ থেকে শুরু
হলো বহুল প্রত্যাশিত পাবনা মেডিক্যাল কলেজের ৫শ শয্যার হাসপাতালের
নির্মান কাজ। সকালে কলেজ চত্তরে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং
নির্মান কাজের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। পরে
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর আন্তরিক
সহযোগিতায় আলোর মুখ দেখতে যাচ্ছে এ হাসপাতাল। তিনি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ কাজ শেষ করার নির্দেশ দেন। ঈদে
মিলাদুন্নবীর এই পবিত্র দিনে তিনি প্রধানমন্ত্রীকেও জন্মদিনের
শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সফরসঙ্গী, সংসদ
সদস্যরা, স্বাস্থ্য বিভাগের উর্ধ্বত্বন কর্মকর্তা, পাবনা মেডিক্যাল
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবাইদুল্লাহ ইবনে আলী, জেলা প্রশাসক মু.
আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, প্রেসক্লাবের
সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও
সাংবাদিকবৃন্দ। ২০০৮ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ
হাসপাতালে এখন শিক্ষার্থীর সংখ্যা ৩৭০ জন। হাসপাতালটি
বাস্তবায়িত হলে মেডিক্যাল শিক্ষার পাশপাশি গুনগত মানও বাড়বে
চিকিৎসা সেবারও। এর আগে তিনি কলেজ ক্যা¤পাসে জাতির পিতার
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *