• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা বাস টার্মিনালে ময়লার স্তুুপ

নাহিদ : পাবনা বাস টার্মিনালে ময়লার স্তুুপ এ যেন একটি ময়লার পাহাড় । আশে পাশের বাসা-বাড়ির ও রাস্তাঘাটের ময়লা পৌরসভার গাড়িতে করে এনে ফেলা হয় । ময়লা ফেলতে ফেলতে এখানে একটি স্তুুপ তৈরী হয়ে গেছে। এই

ময়লা রাস্তার কুকুর-শেয়াল মুখে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে নোংরা করছে, আবার ময়লার স্তুুপ থেকে কাক পলিথিন মুখে নিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ছাদে ও ঘরের চালে উঠানে যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষিত করছে । এ ব্যাপারে পাবনার পৌরসভার নিবাহী প্রকৌশলী মো: নাজমুল হক কে জিঙ্গাসা করা হলে তিনি জানান আমাদের নিজস্ব কোনো জমি নেই যেখানে আমরা ময়লার স্তুুপটা স্থানান্তর সরিয়ে নিতে পারি, তবে চেষ্টা চলছে । রাস্তায় চলাচলকারী পথিক নাকে মুখে রুমাল চেপে দম বন্ধ করে চলছে, নাকে-মুখে রুমাল হাত-মুখে চেপে যাওয়ার কারণ

জিঙ্গাসা করা হলে বলেন ভাই কি আর বলবো এভাবে রাস্তার পাশে ময়লার ভাগাড় দূর্গন্ধে রাস্তায় হাটা চলা দায় হয়ে পড়েছে । প্রসাশন তো নাকে তেল দিয়ে ঘুমায় , ভাই আমরা নাকে রুমাল দিয়ে চলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *