• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা পৌর এলাকার আড়াই শত গরীব অসহায়দের মাঝে এমপি প্রিন্স’র নগদ অর্থ প্রদান


মিজানুর রহমান, পাবনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা পৌর এলাকার আড়াই শত গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শনিবার বিকেলে   কৃষ্ণপুর মক্তব প্রাঙ্গণে পৌর এলাকার বিভিন্ন মহল্লার নিম্নআয়ের গরীব অসহায়  আড়াই শত লোকের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে এসব অর্থ প্রদান করেন।
সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের একান্ত ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান রকি জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনা পৌর  এলাকার বিভিন্ন মহল্লার প্রায় আড়াই শত গরীব অসহায়দের মাঝে ১০০০ টাকা করে মোট আড়াই লাখ টাকা প্রদান করেন গোলাম ফারুক প্রিন্স এমপি।
বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ওয়ার্ড আওয়ামী লীগ  নেতা  হেলাল,রাঙা সহ অন্যান্য নেতা কর্মী।
মিজানুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *