• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা জেলা বিএনপি’র সদস্য শরিফ সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত

০২-০৮-২০২৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলা বিএনপি’র সদস্য শরিফুল ইসলাম শরিফকে পিটিয়ে গুরুত্বর
আহত করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (০১ আগষ্ট) সকাল ১০টার সময়
শহরের শান্তিপাড়া মোড় মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের পিছনে এই
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শরিফ জানায়, তিনি তার মেয়েকে
নিয়ে বাড়ি থেকে পৌলানপুর কোচিং সেন্টারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে
পৌছামাত্র মোটরসাইকেল আরোহী ৩জন যুবক শরিফের মোটরসাইকেলের
গতিরোধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথারিভাবে মারতে
থাকে। ঘটনার সময় আশে পাশে মানুষজন থাকলেও তাকে ও তার মেয়েকে
রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুরত্বর
জখম করে চলে যায়। পরে স্থানীয়রা শরিফকে উদ্ধার করে পাবনা সদর
হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হামলায় শরিফের শরীরে বিভিন্ন
যায়গায় ফোলা জখমসহ বাম হাত ভেঙ্গে যায়। শরিফকে দেখতে হাসপাতলে
চুটে যায়, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান
সিদ্দিক, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, আবু
ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপি’র
সদস্য আবুল হাশেমসহ বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের
নেতৃবৃন্দ। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা
বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাডভোকেট
মাসুদ খন্দকারসহ নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা ঘটনার সাথে জড়িত
সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *