• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা বারোটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  নবগঠিত কমিটির  এ পরিচিতি সভাটি  অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল সভাপতিত্ব করেন। আর পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয়ে এবং বিএনপি জামাতের অবৈধ অবরোধ, হরতাল, হত্যা, নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *